Shebaru

মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি ও ক্যারিয়ার

মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি

মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি ও ক্যারিয়ার

বিশ্বব্যদ্যালয়ে অন্যান্য সাবজেক্টে ভর্তির মত মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়া যায় না। এর জন্য রয়েছে ব্যাতিক্রমধর্মী প্রস্তুতি। আগে জানুন এটি কি?
মেরিন ইঞ্জিনিয়ারিং অথবা নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এর বিষয়বস্তু হল, বিভিন্ন রকম নৌযান ডিজাইন ও তৈরির কৌশল।পরিচালনার কৌশল।পরিত্যক্ত নৌযান থেকে অন্যান্য প্রয়োজনীয় বস্তু তৈরির কৌশল ইত্যাদি।

চাকুরির বাজারে মেরিন ইঞ্জিনিয়ারিং এর চাহিদা

বাংলাদেশে এ বিষয়টির ডিমান্ড মাঝামাঝি। তবে অভিজ্ঞতা অজৃনের পর যথেষ্ট চাহিদা পরিলক্ষিত হয়। উপরন্তু নেভাল আর্কিটেকচার এবং মেরিন ইঞ্জিনিয়ারিং-এ দু’টো বিষয়ের সমন্বয় হওয়ায় নেভাল আর্কিটেক্ট অথবা মেরিন ইঞ্জিনিয়ার এর যেকোন একটিতে চাকরির সুযোগ পায়ো যায়।

  • Bangladesh Shipping Corporation, শিপইয়ার্ডে, ডকে
  • দেশি ও বিদেশি, সরকারি এবং বেসরকারি ইত্যাদি বিভিন্ন ধরনের জাহাজে
  • Bangladesh Navy, BIWTA, BIWTC.

মেরিন ইঞ্জিনিয়ারিং এর ভবিষ্যৎ

বাংলাদেশে যেহেতু ছোট ছোট জাহাজ নির্মাণের পথে কিছুটা অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতে আরও অগ্রসর হবে, তাই ভবিষ্যতে এ বিষয়ের চাহিদা আরও বৃদ্ধিপাবে বলে আশা করা যায়।

উচ্চ শিক্ষা :
(ক) দেশে : BUET-G M.S/M.Sc/Ph.D করতে পারবেন।
(খ) বিদেশে : বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ পাবেন।

মেরিন ইঞ্জিনিয়ারিং ভর্তি বিষয়ক কনসালটেন্সি সেবা:

আরও কোন জানার থাকলে দয়া করে কমেন্ট করুন। আমরা আপনার প্রশ্নের জবাব দিতে পারলে খুশি হব। সাথে থাকার জন্য ধন্যবাদ।

যোগাযোগঃ সেবারু,২/৪ ব্লক-জি,লালমাটিয়া,ঢাকা-১২০৭,বাংলাদেশ।০১৭১১-৯৮১০৫১,০১৮৯৭৯৮৪৪২০,০১৮৯৭৯৮৪৪২১।

PLEASE SHARE THIS

আমাদেরকে আনুসরন করুন

SOCIAl MEDIA

নিউজলেটার

আমাদের বিভিন্ন প্যাকেজ আপডেট, অফার কিংবা নিউজ আপনার ইমেইলে সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন।

Scroll to Top
× How can we help you?